মঠবাড়িয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি :
১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার দিবস ১৯৮৪ সালে জাতিসংঘ কর্তৃক মানবাধিকার সর্বজনীন ঘোষণা universal declaration of Human Rights প্রকাশ করা হয়, সেই থেকে বিশ্বব্যাপী যথাযথ গুরুত্বের সাথে এ দিবসটি পালিত হচ্ছে, তারই ধারাবাহিকতায় জাতিসংঘ তালিকাভুক্ত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন যথাযথ নিয়মে দেশব্যাপী এ দিবসটি পালন করছে। আজ শুক্রবার, ১০ ডিসেম্বর ২০২১ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে থানা এবং থানা থেকে পুনরায় কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের উদ্যোগে একটি মৌন মিছিল এবং মিছিল শেষে পথসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সংস্থার সহকারী পরিচালক মোঃ মর্তুজা হোসাইন, ইনফরমেশন অফিসার নাসির উদ্দিন, সদস্য রেজাউল ইসলাম, মনিরুল ইসলাম, মিজানুর রহমান গাজী, জাফর হোসেন, জাকিয়া আক্তার, শামিমা সুলতানা রজি, শামসুন্নাহার মিন, মামুন হোসেন সহ স্থানীয় পুলিশ প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। মৌন মিছিল শেষে সংস্থার সহকারী পরিচালক মর্তুজা হোসাইন ও ইনফরমেশন অফিসার নাসির হোসেন মানবাধিকার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, বক্তারা বলেন সর্বত্র মানবাধিকার রক্ষার জন্য আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন নিরলস ভাবে এঅঞ্চলের কোথাও মানবাধিকার লঙ্ঘনের খবর পেলে স্থানীয় প্রশাসনের সহায়তা নিয়ে মাঠ পর্যায়ের মানবাধিকার রক্ষার স্বার্থে এবং সকল ধরনের দুর্নীতি ও রাষ্ট্রীয় সম্পদ লুন্ঠন সহ যে কোন প্রকার মানবাধিকার লঙ্ঘনের সুস্পষ্ট তথ্য প্রশাসনকে হস্তান্তরের মাধ্যমে সকল ধরনের কার্যক্রম পরিচালনা করবে।
আরও পড়ুন





