“ছোট্ট মনুদের জন্য ভালবাসা” সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরন

স্টাফ রিপোর্টার : বাড়িয়ে মানবিকতার হাত-গড়ি অসহায় শিশুদের ভবিষ্যৎ এই শ্লোগানকে সামনে রেখে “ছোট্ট মনুদের জন্য ভালবাসা” সংগঠনের পক্ষ থেকে অসহায় ৫০০ শিশুদের মাঝে শীতবস্ত্র পোশাক উপহার প্রদান করা হয়। শুক্রবার সকাল ১০ টায় মঠবাড়িয়া মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের আজীবন সদস্য আব্দুস সালাম আজাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন অতিরিক্ত পুলিশ সুপার মঠবাড়িয়া সার্কেল মোহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য দেন ছোট্ট মনুদের জন্য ভালবাসা সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য জুলহাস শাহীন, আরিফুল ইসলাম সোহাগ, সংগঠনের আজীবন সদস্য জুলফিকার আমিন সোহেল, উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, পৌর শাখার সভাপতি রাজীব কুমার সাহা, ঢাকা মহানগর শাখার সাধারন সম্পাদক আরিফ হোসেন, উপজেলা শাখার সাধারন সম্পাদক বেল্লাহ হোসেন, পৌর শাখার সাধারন সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, সংগঠনের শুভাকাঙ্ক্ষী মাকসুদা আক্তার বেবী, ফাহামিদা মুন্নি, শামীমা সুলতানা রোজি প্রমূখ। এ সময় সংগঠনের ঢাকা মহানগর, মঠবাড়িয়া উপজেলা ও পৌর শাখার বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বক্তৃতায় তিনি সংগঠনকে সাধুবাদ জানিয়ে সকল ধরনের সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।
আরও পড়ুন





