তথ্যপ্রযুক্তি আইনের মামলায় সাংবাদিক লোকমান হোসাইনকে কারাগারে পাঠানোয় মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির নিন্দা

মঠবাড়িয়া প্রতিনিধি : তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং বরিশাল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এম লোকমান হোসাইনকে কারাগারে পাঠানোর প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দ। এক বিবৃতিতে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা কামাল বুলেট, সিনিয়র সহ-সভাপতি নাসির উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আবদুর রহমান আল নোমান, সাংগঠনিক সম্পাদক এজাজ চৌধুরী সহ নেতৃবৃন্দ বলেন, তথ্যপ্রযুক্তির মামলা দিয়ে সাংবাদিকদের কন্ঠ রোধ করা যাবেনা। দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক লোকমান হোসাইন একজন সৎ, নিরপেক্ষ ও সাহসী সাংবাদিক। তারা সাংবাদিক লোকমান হোসাইনের নিঃশর্ত মুক্তি ও তার নামে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
উল্লেখ্য, একটি তথ্যপ্রযুক্তি আইনের মামলার ধার্য দিনে রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত আবেদন নামঞ্জুর করে সাংবাদিক লোকমান হোসাইনকে কারাগারে পাঠানোর নির্দেশ।
আরও পড়ুন





