মঠবাড়িয়ায় দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়ায় জাতীয় দৈনিক আমাদের কন্ঠের উপজেলা প্রতিনিধি এজাজ উদ্দিন চৌধুরীর উদ্যোগে আমাদের কন্ঠ পত্রিকার ১৪ বছর পূর্তি উপলক্ষে কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। আজ ২ মার্চ সকাল এগারো টায় মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় মঠবাড়িয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ মোস্তফা কামাল বুলেটের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আঃ রহমান আল নোমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সাখাওয়াত জামিল সৈকত, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল ইসলাম বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা মোঃ আজিজুল হক সেলিম মাতুব্বর,মঠবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ ছালাম আজাদী, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমান, মফস্বল সাংবাদিক ফোরাম এর সভাপতি মোঃ হারুন অর রশিদ, প্রমূখ।
অন্যন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি মোঃ ইসমাইল হোসেন, রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ মাসুম ফরাজি, দপ্তর সম্পাদক মোঃ মাসুদ রানা ও আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক মিয়াজি সেলিম আহমেদ এর ছোট ভাই ও ইউপি সদস্য মিয়াজি সামীম আহমেদ সহ বিভিন্ন পাঠক বৃন্দ।
আরও পড়ুন





