মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে মা-মেয়েকে পিটিয়ে আহত

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ১১ নং বড় মাছুয়া ইউনিয়নের দক্ষিণ বড় মাছুয়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ইব্রাহিম হাওলাদারের স্ত্রী রেকসোনা বেগম (৩৫) ও তার মেয়ে রুমা বেগম (২০)কে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। ঘটনাটি গত ৩১ মার্চ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে ঘটেছে। অভিযুক্তরা হলেন একই এলাকার বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে কাদের হাওলাদার, কাদের হাওলাদারের স্ত্রী ও ছেলে রহিম হাওলাদার।
হাসপাতাল সূত্রে জানা যায়, ইব্রাহিম হাওলাদার একজন দিনমজুর। কিন্তু তিনি প্রতিপক্ষদের দ্বারা বিভিন্ন সময়ে তার পরিবারের লোকজন ইব্রাহিম হাওলাদার সহ তার পরিবারের লোকজনের উপরে হামলা চালিয়ে আসছে। বৃহস্পতিবার সকালে ইব্রাহিম হাওলাদার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এদিকে সুযোগ পেয়ে কাদের হাওলাদার, তার স্ত্রী ও ছেলে রহিম জোর করে ইব্রাহীমের বাড়ির সীমানায় নালা কাটতে শুরু করে। এতে ইব্রাহিম হাওলাদারের স্ত্রী রেকসোনা বেগম বাঁধা দিলে তার উপরে তারা হামলা চালায়। এসময় মেয়ে রুমা বেগম বাঁধা দিলে তার উপরও অতর্কিত হামলা চালায়। এতে মা রেকসোনা বেগম ও মেয়ে রুমা বেগম গুরুতর আহত হন। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয় লোকজন এসে আহতদের উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি সম্পর্কে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এঘটনায় অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
আরও পড়ুন





