মঠবাড়িয়ায় ব্যবসায়ীর দোকান দখল চেষ্টার অভিযোগে আওয়ামীলীগ নেতার নামে মামলা

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় এক ব্যবসায়ীর দোকান ঘর দখল চেষ্টার অভিযোগে নুরুজ্জামান তালুকদার নামের এক আওয়ামীলীগ নেতার নামে মামলা হয়েছে। মাহাবুবুর রহমান নামের ভুক্তভোগী ওই ব্যবসায়ী আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান তালুকদারকে আসামি করে সোমবার আদালতে মামলা করেছেন। নুরুজ্জামান তালুকদার মঠবাড়িয়া পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও থানাপাড়া এলাকার মোশারেফ তালুকদারের ছেলে।
মামলা সূত্রে জানাগেছে, উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের মৃত আঃ হালিম জমাদ্দারের ছেলে মাহাবুবুর রহমান বকসির ঘটিচোরা মৌজার ১০৩২ নং খতিয়ানের ২০১৯ নং দাগের ০.৬২ শতাংশ জমি সরকার কর্তৃক ডিসিআর নিয়া দীর্ঘ ৩০ বছর ধরে ভোগ দখল করে আছেন। বর্তমানে ওই দোকানে তিনি হাঁসমুরগি, পশুপাখি ও মাছের খাবার বিক্রি করে ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ১২ এপ্রিল সকালে আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান তালুকদার ২০/২৫ জনের একদল ভাড়াটিয়া লোকজন নিয়া জোর পূর্বক মাহাবুবুর রহমানকে দোকান থেকে টেনে নামায়। এসময় তারা দোকানের বিভিন্ন মালামাল ভাংচুর ও লুট করে নিয়ে যায়।
বিজ্ঞ আদালত মামলাটি মঠবাড়িয়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এখনো মামলার কপি হাতে পাইনি। কপি পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এব্যাপারে অভিযুক্ত আওয়ামীলীগ নেতা নুরুজ্জামান তালুকদার বলেন, দীর্ঘদিন ধরে ওই জমির ডিসিআর নবায়ন না করা ও পৌর কর না দেয়ায় আইনগত ভাবে ওই জমির মালিকানা মাহাবুবুর রহমানের নেই।
আরও পড়ুন





