মঠবাড়িয়ায় স্কাউটস দিবস পালিত

মঠবাড়িয়া প্রতিনিধি :
‘প্রত্যেকে আমরা পরের তরে’ এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে পিরোজপুরের মঠবাড়িয়ায় ‘বাংলাদেশ স্কাউটস দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জাতীয় ও স্কাউটস পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র্যালী, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় বাংলাদেশ স্কাউটস মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিকের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আরিফুর রহমান সিফাত, উপজেলা একাডেমিক সুপারভাইজার রুহুল আমিন, স্কাউটস উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রাসেদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, খলিলুর রহমান, এএলটি আঃ করিম খান, স্কাউট লিডার আবু সালেহ মোঃ আমানউল্লাহ, কাব লিডার সুমন্ত্র হাওলাদার সুমন প্রমুখ।
আরও পড়ুন





