মঠবাড়িয়ায় ৩০ পিচ ইয়াবাসহ যুবক আটক

মঠবাড়িয়া প্রতিনিধি :
পিরোজপুর জেলা দক্ষিণ ডিবি (মঠবাড়িয়া অঞ্চল) পুলিশ অভিযান চালিয়ে নিজাম হাওলাদার (২৮) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত নিজাম উপজেলার ভেচকি গ্রামের কাদের হাওলাদার (মিজান) এর ছেলে।
থানা সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে পৌর শহরের সদর রোডের সমবায় ব্যাংকের সম্মখ সড়ক এলাকা থেকে নিজামকে আটক করে। এসময় তার কাছ থেকে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে মঠবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়।
মঠবাড়িয়া থানা ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই জ্যোতির্ময় হাওলাদার বাদি হয়ে ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন





