মঠবাড়িয়ায় গভীর রাতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে গভীর রাতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার ১০ নং হলতা গুলিসাখালী ইউনিয়নের টিয়ারখালী গ্রামে ২৫ এপ্রিল সোমবার গভীর রাতে ঘটে। পুকুরটি স্থানীয় ইউপি সদস্য নিজাম হাওলাদার মাছ চাষ করার জন্য একই এলাকার বাসিন্দা মৃত হাসমত জোমাদ্দারের ছেলে লাভলু জোমাদ্দারের কাছ থেকে দীর্ঘ ছয় বছর আগে চুক্তিতে নিয়ে বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১০ নং হলতা গুলিসাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা রাজ্জাক হাওলাদারের ছেলে ইউপি সদস্য নিজাম হাওলাদারকে কিছুদিন পূর্বে একটি মিথ্যা মামলায় জড়িয়ে জেল হাজতে প্রেরণ করা হয়। এদিকে তার অনুপস্থিতিতে প্রতিপক্ষরা বিভিন্ন সময়ে তাদেরকে হুমকি দিয়ে আসছে। এরই সূত্র ধরে গত ২৪ এপ্রিল রবিবার রাতে একই এলাকার বাসিন্দা সিদ্দিক প্যাদার ছেলে নাসির প্যাদা, জসিম প্যাদা, নাসির প্যাদার ছেলে নাইম প্যাদা ও দূর্গাপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পহলানের ছেলে হাসান পহলান লোকজন নিয়ে ইউপি সদস্য নিজাম হাওলাদারের স’মিলে গিয়ে লায়নার, নজেল, দুইটি সাবল সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যাওয়ার সময়ে ইউপি সদস্য নিজাম হাওলাদারের ছোট ছেলে দেখতে পায় এবং ডাক চিৎকার করলে অভিযুক্তরা মালামাল নিয়ে পালিয়ে যায়। এসময় দুর্বৃত্তরা প্রায় ১০ হাজার টাকার মালামাল নিয়ে যায়। পরের দিন সোমবার নিজাম হাওলাদারকে জামিন করানোর জন্য তার বড় ছেলে রাজিব হাওলাদার বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়িতে বাড়িতে না থাকার সুযোগে অভিযুক্তরা পরিকল্পিত ভাবে রাতে তার মাছের পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবার। পরের দিন সকালে তার ছোট ছেলে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে গেলে মাছ মরে পানিতে ভাসতে দেখে এবং পানি থেকে বিষের গন্ধ পায়। পরে বিষয়টি স্থানীয়দের জানালে তারা গিয়ে পুকুরের সকল মাছ মরে পানিতে ভাসতে দেখেন। ঘটনাটি তাৎক্ষণিক ইউপি সদস্যদের স্ত্রী ইউনিয়ন চেয়ারম্যানের কাছে মুঠোফোনের মাধ্যমে অবহিত করেন। পরে বিষয়টি মঠবাড়িয়া থানা ও উপজেলা মৎস কর্মকর্তাকে জানালে পুলিশ ও মৎস্য অফিসের লোকজন ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে স’মিল ও পুকুরের মাছ সহ প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে ভুক্তভোগী পরিবার জানান।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহা. নুরুল ইসলাম বাদল জানান, এঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন





