মঠবাড়িয়ায় জোরপূর্বক জমি দখল চেষ্টার অভিযোগ

মঠবাড়িয়া প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দুবাই প্রবাসী কামাল ফরাজির ভোগদখলীয় জমিতে জোরপূর্বক বসতঘর তুলে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি উপজেলার ৯নং সাপলেজা ইউনিয়নের খেতাছিড়া গ্রামে ঘটেছে। দুবাই প্রবাসী কামাল ফরাজি খেতাছিড়া গ্রামের মৃত কাঞ্চন আলী ফরাজির ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, কামাল ফরাজি দীর্ঘদিন যাবত দুবাই কর্মরত রয়েছেন। বাড়িতে তার স্ত্রী খাদিজা বেগম ছেলে তরিকুল ইসলাম ও ছোট একটি মেয়ে রয়েছেন। কামাল ফরাজি তারা ছয় ভাই ও তিন বোন। তার বাবার ওয়ারিশ সুত্রে তিন বোনের মধ্যে এক বোনের জমিটুকু ক্রয় করে ভোগদখল করে আসছেন। ওই জমি কামাল ফরাজীর ভাইয়েরা দখল করার পাঁয়তারা করতে থাকে। এরই জের ধরে গত ১০ এপ্রিল রোববার রফিকুল ইসলাম ফরাজির স্ত্রী মেমী আক্তারকে বাদী করে মঠবাড়িয়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দুবাই প্রবাসী কামাল ফরাজির ভাই খোকন ফরাজি, স্ত্রী খাদিজা বেগম ও ছেলে তরিকুল ইসলামকে বিবাদী করে বসতঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগে একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলা দিয়ে পরের দিন সোমবার গভীররাতে কামাল ফরাজির ভাই জাকির ফরাজি, রফিকুল ফরাজি, সফিকুল ফরাজি, এক বোন মমতাজ বেগম ও জাফর ফরাজির স্ত্রী রোজিনা আক্তার সহ ভাড়াটিয়া কিছু বাহিনী নিয়ে উক্ত ভোগদখলীয় সম্পত্তিতে জোরপূর্বক বসতঘর তোলে। যখন বসতঘর তোলে তখন কামাল ফরাজির ছেলে তরিকুল ইসলাম বাঁধা দিলে তাকে খুন জখমের হুমকি দিয়ে তারিয়ে দেয়। পরে তরিকুল বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান, মেম্বার ও গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন।
এব্যাপারে প্রতিপক্ষের কাছে বক্তব্য জানতে চাইলে তারা কোন বক্তব্য দিবে না বলে জানান।
আরও পড়ুন





